মহেশপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ ঝিনাইদহ ডিবির হাতে মাদক ব্যবসায়ী আটক।
মিজানুর রহমান,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের কঠোর নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দলের হাতে আটক হয়েছে মহেশপুরের মাদক সম্রাট নুরুল ইসলাম। এসময় গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার গভীর রাতে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশদল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মাদক সম্রাট ও মৃত কাশেম ব্যাপারীর ছেলে নুরুল ইসলামকে আটক করে। এসময় গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় মাদক সম্রাট নুরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।