মহেশপুরে ১৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক প্রদান।
মিজানুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বৃহস্পতিবার দুপুরে ১৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল।
উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানাগেছে,মহেশপুর উপজেলার প্রাথমিক,মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ৬ লাখ ৫২ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান,উপজেলা খাদ্য কর্মকর্তা তাজউদ্দিন আহাম্মেদ,মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন,সাংবাদিক অসীম মোদক প্রমুখ।