মহেশপুরে সাংবাদিক রহিমের পিতার জানাযা অনুষ্ঠিত।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
১৭ ই জুন সকালে প্রেসক্লাব মহেশপুর এর সদস্য দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দত্তনগর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমের পিতা মরহুম ফকির চাঁদ মন্ডল (৯৪) এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
তার নামাজে জানাযায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধক্ষ মোঃ জামশেদ আলম বকুল, সহ সভাপতি জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সেলিম রেজা, আশিকুর রহমান আশিক, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, আবু সাইদ, মিজানুর রহমান প্রমুখ। এসময় পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, স্বরুপপুর আ’লীগ সভাপতি আব্দুর রশীদ, বিএডির সাবেক সিবিএ সভাপতি মোঃ সুজাউদ্দৌলা সহ অত্র এলাকার সর্বস্তরে শত শত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। সকাল সাড়ে ১০ ঘটিকায় নিজ গ্রাম মথুরা নগর তাহার নামাজে জানাযা শেষে তাহাদের পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য গত ১১ই জুন মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ব্রেন স্টোক করলে প্রথমে জীবন নগর, পরে চুয়াডাঙ্গা ও যশোর ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে গত ৩ দিন বাড়িতে ফেরত এসে তিনি নিজ বাড়িতে ১৬ ই জুন রাত্রে মারা যান। তার মৃত্যুতে পরিবার সহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করেছে।