মহেশপুরে সরকারী ভাবে ধান ক্রয় এর উদ্ভোধন করেন-এমপি চঞ্চল।
মিজানুর রহমান,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নে সোমবার সকালে প্রান্তিক চাষীদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে (প্রতি মণ ১০৪০ টাকা) বোরো ধান সংগ্রহ ২০১৯ -এর শুভ উদ্বোধন করা হয়েছে।ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, উপজেলা খাদ্য কর্মকর্তা,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য এম,এ আসাদ,খবির উদ্দীন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার,উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আব্দুস সামাদ,প্রভাষক মুকুল গাজী,এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক ছাষীরা।
প্রান্তিক চাষীদের কয়েকজন চাষী খুশিমনে জানান, সরকার এই ভাবে বোর ধান ক্রয় করলে আমাদের জমি চাষে ফসল ফলাতে আরও আগ্রহ বেড়ে গেল।শেখ হাসিনার সরকার চাষীদের প্রতি এইভাবে নজর দিলে চাষীরা জমি চাষে আর লোকসানে পড়বেনা।