মহেশপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক ও প্রতিবন্ধী বিধবা ও বয়স্কদের টাকা বিতরণ অনুষ্ঠিত।
মিজানুর রহমান, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের টিনসেড রুমে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এলাকার প্রতিবন্ধী,বিধবা ও বয়স্কদের ভাতার টাকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বাতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐচ্ছিক তহবিলের চেক ও প্রতিবন্ধী,বিধবা ও বয়স্কদের ভাতার টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ,বিআরডিবির চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,নেপা ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
পরে ৩৫ জনকে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক,১০৯৩ জনকে বয়স্ক ভাতার টাকা,৪৭৩ জনকে প্রতিবন্ধী ভাতার টাকা ও ৩৮০ জনকে বিধবা ভাতার টাকা প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল।