মহেশপুরে লিচুর ঢপভর্তী ফেনসিডিল, আটক-২
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির পদ্মপুকুর বাজার থেকে সোমবার বিকালে আনোয়ার ও ফারুক হোসেন কে লিচুর ঢপ ভর্তী ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ীর এ এস আই ইসমাঈল হোসেন।আটককৃত দুইজন হলেন,ভোলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ও নেপা গ্রামের বাসিন্দা ফারুক হোসেন।আনোয়ার ভোলা লিচু বোঝাই কার্টুনের ভিতর করে ৫০পিস ফেনসিডিল ঢাকা নেওয়ার সময় পদ্মপুকুর বাজার থেকে আটক হয়।ভৈরবা পুলিশ ফাঁড়ির এ এস আই ইসমাঈল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লিচুর কার্টুন বোঝাই ফেনসিডিল নিয়ে মাদক ব্যবসায়ীরা ঢাকার উদ্যেশে রওয়ানা হয়েছেন,এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় সোর্স নিয়ে উপজেলার পদ্মপুকুর বাজার থেকে আনোয়ার হোসেন ও ফারুক হোসেন কে আটক করেন।এবিষয়ে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
আরো পড়ুন: