মহেশপুরে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন- এমপি চঞ্চল।
সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
“মশক নিধনে কাজ করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানে ঝিনাইদহের মহেশপুরে মশক নিধন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে মহেশপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ও পৌর মেয়র আব্দুর রশিদ খান এর সার্বিক সহযোগীতায় মশক নিধন কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোটখাট গর্ত, মাটির পাত্র, ড্রেন, ফুলের টবসহ জমে থাকা পানি পরিষ্কার ও রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কারের পদক্ষেপ গ্রহনের নির্দেশনা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক,চেয়ারম্যানসহ সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আরো পড়ুন: