মহেশপুরে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার।
মিজানুর রহমান, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের বিজিবির খোসালপুর ক্যাম্পের সদস্যরা গত শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এ সময় বিজিবি’র সদস্যরা মালের মালিককে আটক করতে পারেনি।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুর ইসলাম খাঁন জানান, শনিবার ভোররাতে খোসালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাঠের মধ্যে থেকে ১৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
তিনি আরো জানান,ভোররাতে সোনার মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার কৃত ভারতীয় মদের আনুমানিক মুল্য ২৩ লাখ টকা। এঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।