মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মিজানুর রহমান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-ক্ষিকাদের আয়োজনে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬ জুন সকালে পরিষদ সম্মেলন সভা কক্ষে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজাল-উর-রহমান, সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ভাবদিয়া-গাড়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ। উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সিনিয়র সহ-সভাপতি মো: ওবাইদুল হক সহ সকল প্রধান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভৈরবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল হক।