মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের দিক নির্দেশনায় মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আকবর আলী গত ১২ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে ভ্যান ভর্তি নকল বিড়ি আটক করেছেন।
ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি অসাধু ব্যবসায়ী ভ্যান ভর্তি নকল বিড়ি নিয়ে যাচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে উপজেলার যাদবপুর ইউপির লেবুতলা মোড় থেকে ভ্যান ভর্তি ৪ বস্তায় এক লক্ষ বিশ হাজার শলাকা নকল ব্যান্ড রোলের আলম বিড়ি জব্দ করেন।যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় বিড়ির মালিক লেবুতলা গ্রামের কামাল ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানাযায়,উক্ত কামাল কুষ্টিয়া ভেড়ামারা থেকে নকল ব্র্যান্ড যুক্ত আলম বিড়ি নিয়ে এসে বাজারজাত করছে।একটি কুচক্রী সিন্ডিকেট চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি কালো টাকার মালিক হচ্ছে।আর ক্ষতিগ্রস্ত হচ্ছে আয়কর প্রদানকারী কোম্পানি গুলো। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগীদের জোর দাবী দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।