মহেশপুরে দেড় কেজি গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক-২।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী যুবক কে আটক করেছেন মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ী।
ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আকবর আলী ১২ জুলাই শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মহেশপুর থানাধীন রুলি গ্রামের ভৈরবা-মোমিনতলা নামক স্থানে মিঠু মিয়ার বাড়ীর সামনে থেকে পাকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়।আটককৃত আসামী ১/ভৈরবা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র রাসেল বিশ্বাস(২২) অপর আসামী ২/ভৈরবা গ্রামের মৃত মজনু বিশ্বাসের পুত্র প্রান্ত বিশ্বাস(২৪)। তাদের কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটর সাইকেল সহ আটক করা হয়।আটককৃত প্রান্ত বিশ্বাস ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি।