মহেশপুরে তিন চোখ-তিন নাকের অদ্ভুত এক গরু।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অন্যান্য গরুর মতো স্বাভাবিক গরু নয় এটি।তিনটি চোখ ও এক নাকের মধ্যে ৩ টি পথ,বিশিষ্ট অদ্ভুত আকৃতির গরু কে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। এ দৃশ্যের সন্ধান পাওয়া গেলো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা গ্রামের ইকরামুলের বাড়িতে।গরুর মালিক উপজেলার নেপা ইউপির নেপা গ্রামের ইকরামুল হোসেন।
আরো পড়ুন: