মহেশপুরে ডিবি’র হাতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ দল,বিশেষ অভিযান পরিচালনাকালে আসামি-১।মোঃ নাজমুল ইসলাম (২২),পিতা- চাঁন মিয়া, সাং-গৌরীনাথপুর, ২।মোঃ মেছের আলী (৩৪),পিতা- মৃত নূর মোহাম্মদ ব্যাপারী, সাং-আলামপুর ৪নং কলোনী,উভয়ের থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদ্বয়কে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ আটক করেন।এই বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
আরো পড়ুন: