মহেশপুরে টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন ও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মিজানুর রহমান,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর অডিটোরিয়ামে টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন ও প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম এ রায়হান,মহেশপুর টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল,সহ-সভাপতি সেলিম রেজা,প্রেসক্লাব মহেশপুরের সদস্য আহসান হাবিব সাগর,মিজানুর রহমান। এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, আইনজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।