মহেশপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মিজানুর রহমান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি”
এই শ্লোগানে সারা বাংলাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক আলোচলা সভা ও র্যালীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে র্যালীটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে উপজেলায় এসে আলোচনা সভা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আযম খান চঞ্চল। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ মৎস্য শ্রমিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ৪র্থ আর এটা সম্ভব হয়েছে মৎস চাষীদের কঠোর পরিশ্রমে।তিনি যে কোন সমস্যায় মৎস্য চাষিদের পাশে থেকে সহযোগিতা করার আস্বাস দেন।