মহেশপুরে ছলেমানপুর গ্রাম থেকে ১১০ পিচ ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে গতরাত অানুমানিক ১২ টার সময় তমিজউদ্দীনের বাড়ি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির এ এস অাই ইসমাইল হোসেন। এ বিষয়ে,মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান, অামরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সলেমানপুর গ্রামের তমিজউদদীনের বাড়িতে অবৈধ ফেনসিডিল অাছে।বিষয়টি জানতে পেরে এ এস অাই ইসমাইল হোসেনের নেতৃত্বে পলাতক অাসামি তমিজউদদীনের বাড়িতে গিয়ে তার সোয়ার ঘরের খাটের নিচ থেকে প্লাস্টিক বেগের মধ্য থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সেই সাথে তার স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) কে অাটক করা হয়।এ বিষয়ে মনোয়ারা সহ তার স্বামী তমিজউদ্দিনের নামে মাদকদ্রব্য অাইনে মহেশপুর থানায় মামলা হচ্ছে।
আরো পড়ুন: