সেলিম রেজা(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির গুড়দাহ-ডাকাতিয়া রাস্তার পার্শে গুলিবিদ্ধ যুবকের লাশ পাওয়া গিয়েছে।মঙ্গলবার সকালে ডায়াবেটিকস কন্টোল এর কিছু মহিলা রাস্তা দিয়ে হাটার সময় গুড়দাহ হইতে ডাকাতিয়া যাওয়ার রাস্তার পাশে গুলিবিদ্ধ এক যুবকের লাশ দেখতে পায়,পরে এলাকাবাসীকে জানায় ঘটনাস্থলে গিয়ে জানাযায়,নিহত যুবক শফিকুল ইসলাম(২৬) শ্যামকুড় পশ্চিম পাড়ার হায়দার আলী মোংলার ছেলে।স্থানীয় সূত্রে জানাযায়,নিহত শফিকুল একজন ভারতীয় গরু ব্যবসায়ী।ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম দত্তনগর পুলিশ ফাঁড়ীকে বিষয়টি অবগতি করেন,পরে দত্তনগর পুলিশ ফাঁড়ীর এস আই ইয়াসিন আলী ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে মহেশপুর থানায় প্রেরণ করেন।
আরো পড়ুন: