মহেশপুরে কোদালীর আঘাতে প্রাণ গেলো এক যুবকের।
সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউপির নিশ্চিন্তপুর গ্রামে কাসেম আলীর বসত ঘরের পিছনে গত ১৬ই মে সকাল আনুমানিক ৮ টার দিকে প্রতিবেশী জাহাঙ্গীর বিচালীগাদা দিচ্ছিল এমতাবস্তায় একই গ্রামের কাসেমের ভাতিজা মজিদ গং লোকজনসহ ঘটনাস্থলে যেয়ে বাধা প্রদান করলে জাহাঙ্গীরের ভাই আলমগীর এর সাথে বাকবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে উভয়ের মাঝে মারামারি শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান মজিদের হাতে থাকা কোদালের আঘাতে আলমগীর ঘটনাস্থলেই মারা যান।আমাদের এই প্রতিনিধি ঘটনাস্থলে যেয়ে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। কোটচাঁদপুর সার্কেল পুলিশ সুপার জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের আত্মীয়স্বজন ও প্রত্যাক্ষদর্শীদের কাছে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি।মজিদ সাহেব আলী নামে দুইজনকে গ্রেপ্তার করেছি। তারপর লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি লাশ। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে উক্ত রিপোর্ট আসলে আমরা বিস্বতারিত বলতে পারবো।