মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
উন্নত রাষ্ট ও জাতি গঠনে জনগণকে উদ্ধুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম এর আওতায় সরকারের উন্নয়ন ভাবনা ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সর্ম্পকে অবহিত করার জন্য ঝিনাইদহের মহেশপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঝিনাইদহ জেলা তথ্য অফিসার।
মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাশ্বতী শীল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা তথ্য অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক।এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার ইমাম মেহেদী শাহ্
আলম।পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা শিক্ষা অফিসার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।