মহেশপুরে এমজি বাজার কতৃক আয়োজিত বৈশাখ উপলক্ষে লটারী অনুষ্ঠিত।
সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এমজি বাজার কতৃক আয়োজিত বৈশাখ উপলক্ষে কুপন/লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এমজি ফ্রিজ,এলইডি ও কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণসহ সর্বমোট ৩০ টি আকর্ষনীয় পুরষ্কার দিয়ে সাজানো হয় এই লটারী অনুষ্ঠান।এসময় লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক,নেপা ইউপি চেয়ারম্যান সামসুল আলম মৃধা,শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল হাই,মহেশপুর উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন আ’লীগের সভাপতি শ্রী তিমীন্দ্রনাথ চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,নেপা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,নেপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইনামুল হক গাজী,নেপা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী,নেপা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়াসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বশ্রেনী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে লটারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। লটারী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,কমল ও মনির হোসেন।
আরো পড়ুন: