মহেশপুরে ঈদের দিনে বজ্রপাতে কৃষকের মৃত্যু।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আব্দুল গফফার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ঈদের দিন বুধবার দুপুর আনুমানিক ১২ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউপির পূর্বমাঠপাড়া মাঠে এ ঘটনা ঘটে।তার সাথে থাকা প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের গরুটিও ঘটস্থলেই মারা যায়।মৃত আব্দুল গফফার মহেশপুর বাঁশবাড়িয়া গ্রামের গ্যান্দো ফকিরের ছেলে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, দুপুরে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল গফফার। ওই সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় গাফফার।