March 20, 2023, 1:35 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

মহাস্থানে মাজার রাস্তায় একটি প্রশস্ত মোড় না থাকায় হাজারো দূর্ভোগ

মহাস্থানে মাজার রাস্তায় একটি প্রশস্ত মোড় না থাকায় হাজারো দূর্ভোগ
গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার মহাস্থানে হাইস্কুল মার্কেট সংলগ্ন এলাকায় শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রবেশের প্রধান সড়কে একটি প্রশস্ত মোড় না থাকায় পথচারী ও যানবাহন চালকদের হাজারো দূর্ভোগ সৃষ্টি হয়েছে। এই ব্যাকে গাড়ি ঘুরাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে দীর্ঘ জ্যামে পরিনত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার ঐতিহাসিক হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ:) এর মাজার মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার জিয়ারত করতে ছুটে আসে ধর্মপ্রাণ মুসাল্লীগণ। তারা শুধু জিয়ারত বা মানত করতেই নয় মাজার ও মসজিদ উন্নয়ন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দান করে থাকেন।

সড়কে এ সংকট সৃষ্টির কারণে মহাস্থানগড়ে ভ্রমণে আসা পর্যটক, মাজার জিয়ারতকারী সহ যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে রাস্তার দু’পাশে শতশত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একে তো রাস্তায় গাড়ি ঘুরাতে নানা সমস্যায় জর্জরিত। তার ভিতর আবার বৈদ্যতিক খুটি রাস্তার মাঝ পথে বেশি ক্ষতি করছে। বেশ কয়েক বার এই বৈদ্যতিক খুটি সরানোর জন্য পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করলেও কর্তৃপক্ষের নজরে আসেনি। শুধু তাই নয়, মহাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, আলিম মাদ্রাসা, মাহীসওয়ার ডিগ্রি কলেজ, দি মর্নিং সান কেজি স্কুল, ইকরা মডেল কেজি স্কুল ও মোকবুল হোসেন আদর্শ কেজি স্কুল- উল্লেখ্য ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনিরাপদ এই রাস্তাটির কারণে সঠিকভাবে তারা চলালচ করতে পারছে না। কখনো কখনো ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারী ও চালকদের জ্যামে আটকা পরে ক্ষতিসাধিত হতে হচ্ছে।

অনেক সময় যাত্রাপথে আটকে পড়ে বিকল্প পথে গন্তব্যে ফিরতে দেখা যায়। এতে স্বাভাবিক কাজকর্মে অনেকের বেঘাত ঘটছে।

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী মহল জানায়, শিবগঞ্জ-মহাস্থানগড়ে প্রবেশের এটি প্রধান সড়ক। ঐতিহাসিক মহাস্থানগড়কে ঘিরে এখানে গড়ে উঠেছে প্রসিদ্ধ বাজার। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক এলাকায় এধরনের জনদূর্ভোগ খ্যাত রাস্তা মহাস্থানগড়ের জন্য বেমানান। অনেক সময় পুলিশ ও ট্রাফিক পুলিশদের এখানে গাড়ি সিরিয়াল করতে হিমশিম খেতে হয়। তড়িৎ সরু এ রাস্তাটি প্রসারণ করে দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মহাস্থানগড় এলাকাবাসী।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১