মনোহরগনজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আ: মতিন
উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,
রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধিঃ
জায়গা সম্পওি বিরোধের জের ধরে গতকাল ২৭ শে মে বিকাল ৩ ঘটিকার সময় মনোহরগনজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ: মতিন কে রড দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে জখম করে, এতে তিনি অনেক মারাত্মক ভাবে জখম হন।
ওনার নিজ বাড়ীর মৃত আলী আজ্জনের ছেলে প্রবাসী তোফায়েল হোসেন(৩৮)।
ঘটনার পরে পুলিশ তোফায়েল হোসেন কে গ্রেপতার করে জেল হাজতে প্রেরন করে।
উক্ত ঘটনার প্রতিবাদে মনোহরগনজ স্কুল এন্ড কলেজের ছাএ -ছাএী,শিক্ষক,শিক্ষিকা,দোষীদর বিচারের দাবিতে মানববন্ধন করে।