September 24, 2021, 6:33 am

#

মনোহরগঞ্জে লকডাউন বাস্তবায়নে পুলিশের মহড়া

মোঃ হুমায়ুন কবির মানিক: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে মহড়া চালিয়েছে মনোহরগঞ্জ থানা পুলিশ। রবিবার দিনব্যাপী মনোহরগঞ্জ বাজার, খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার, লক্ষণপুর বাজার, বাইশগাঁও বাজার, হাসনাবাদ বাজার, শান্তির বাজার, আশিরপাড় বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া চলে। জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলামের নেতৃত্বে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সহ মনোহরগঞ্জ থানার সকল উপপরিদর্শক (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবলগণ মহড়ায় উপস্থিত ছিলেন। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির বলেন, ‘জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে লকডাউন বাস্তবায়নে মনোহরগঞ্জ থানা পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা প্রতিরোধ সম্ভব হবে।’ সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে সারা দেশের ন্যায় আমরা মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মহড়া চালিয়েছি। লকডাউন বাস্তবায়নে আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছি।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০