মোঃ হুমায়ুন কবির মানিক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গৃহিত দরিদ্র এবং গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের আওতায় কুমিল্লার মনোহরগঞ্জে বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও গ্রামে মৃত আলী আক্কাসের স্ত্রী রহিমা বেগমের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি। একই প্রকল্পের আওতায় আরো চারটি গৃহহীন পরিবারকে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হবে এবং প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৫৮ হাজার ৫শ’ ৩১ টাকা বরাদ্দ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।