একটি সামাজিক কল্যাণমূলক সংগঠন “ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ সম্পূর্ন করেন।
রোজ বৃহৎপতিবারে “ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন” এর উদ্যোগে লাকসাম কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি উদযাপন করা হয়।
এ সময় কর্মসূচিতে নিম ও কৃষ্ণচূড়া এর চারা লাগিয়ে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক Z M Mizanur Rahman ও সহকারী পরিচালক Asm Zobaid।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা লাকসাম এর কর্মকর্তা Upnyas Das ও সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শান্ত, জাহিদ, ইমরান, রাজু, আজিম, তাজিয়া, রিসাদ, সবুজ সহ প্রমুখ।
এ সময় আম, পেয়ারা, হরতকি, মেহগনি সহ বিভিন্ন জাতের ফলজ, বনজ, ভেষজ গাছ রোপণ করা হয়।
বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশূণ্য
বৃক্ষ রোপন কর্মসূচি – ২০১৯ইং
.
একটি সামাজিক কল্যাণমূলক সংগঠন “ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ সম্পূর্ন করেন।
উক্ত চারা গাছ রোপনে উপস্থিত ছিলেন এলাকার তরুণ প্রজন্ম ও সংগঠনের সদস্যবৃন্দ।
আর আমাদের এই আয়োজনের উদ্দেশ্য শুধু চারা রোপন করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে আমাদের তরুন সমাজে তৈরী হবে, গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।
উক্ত সংগঠনটির সকলের প্রচেষ্টায় এই কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা হয়। ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন এর সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ এ বৃক্ষ রোপন কর্মসূচী – ২০১৯ইং সঠিক ভাবে সম্পূর্ন করার জন্য।
আরো পড়ুন: