কুমিল্লা সংবাদদাতা:
গত ২ মে ২০২২ কলকাতা রেঞ্জার ক্লাবে দৃষ্টিনন্দন সাজে ও মনোমুগ্ধকর পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়ার্ল্ড স্পোর্টস মার্শাল আর্ট কাইন্সিল চালিত অর্গানাইজড বাই দ্যা মার্মাল আর্ট অথারিটি অব্ ইন্ডিয়া এর আয়োজনে বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসাসিয়েশন এর প্রধান প্রশিক্ষক, ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের বিচারক, ওয়ার্ল্ড কারাতে মাস্টার্স এসোসিয়েশনের সদস্য, কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, জাতিয় আন্তর্জাতিক কারাতে রেফারী, আন্তার্জাতিক কারাতে স্বর্ণ পদক অর্জনকারী,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ মো: মোখলেছুর রহমান (আবু) ওয়ার্ল্ড স্পোর্টস স্টার গোল্ডেন লাইফ ‘হল অফ ফেম’ এ্যাওয়ার্ড কারাতে বাংলাদেশ এর সার্টিফিকেট ও এ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন।
কারাতে মাস্টার মোখলেছুর রহমান(আবু) বলেন, আমি অতীতে অনেক এ্যাওয়ার্ড পেয়েছি। এ এ্যাওয়ার্ড পেয়ে আমি গর্বিত ও খুশি কারণ ওয়ার্ল্ড স্পোর্টস স্টার ‘হল অফ ফেম’এ্যাওয়ার্ড এটা বিশ্ব নিয়ে এ্যাওয়ার্ড।
তিনি বলেন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত ভাই ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া স্ংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন ভাই আমাকে সব সময় অনুপ্রাণিত করে থাকেন। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, প্রশিক্ষক সেনসি মোখলেছুর রহমান (আবু) কুমিল্লা স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন স্কুল,কলেজ,থানা ও জেলায় কারাতে প্রশিক্ষণ প্রদান করে থাকেন।