ভান্ডারিয়া হাসপাতাল কর্মীর পেট থেকে ৮পিচ ইয়াবা উদ্ধার
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া হাসপাতালের ল্যাব এসিস্ট্যান্ট লিটন মালী (৩২) নামের এক ব্যক্তির পেট থেকে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার এ এস আই মো. ফেরদৌস জানান, গতকাল শনিবার সকালে লিটন মালী পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ভা-ারিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন সরদার পাড়া সড়কের একটি বাংলা লিংক টাওয়ার সংলগ্ন এলাকায় অবস্থান নেয় । গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করতে গেলে এ সময় লিটন তার ব্যবহৃত মোটর সাইকেলটি পুলিশের এ এস আই মো. ফেরদৌস এর গায়ে উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে সহযোগী পুলিশ সদস্যরা লিটনকে আটক করে। এ সময় লিটন তার সাথে থাকা পলিথিনে মোরানো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে। লিটনকে আটক করে ভা-ারিয়া হাসপাতালে নিয়ে গেলে লিটনের সহকর্মী হাসাপাতালের ওয়ার্ডবয় তুহিন নামের এক ব্যক্তি লিটনকে কেন হ্যান্ড ক্যাপ দেয়া হয়েছে বলে এ এস আই ফেরদৌসকে চার্জ করে। পরে উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা মো. জহিরুল আলম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।
আটক লিটন দাবি করে তার কাছে কোন ইয়াবা ট্যাবলেট নেই। এ সময় পুলিশের জোড় দাবির প্রেক্ষিতে লিটনের পেট ওয়াস করে আট পিচ ইয়াবার মধ্যে সাত পিচ ইয়াবা পলিথিনে মোরানো অবস্থায় বের করা হয় এবং এক পিচ ইয়াবা গলে যায় বলে জানা গেছে। এ বিষয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান , এস আই (উপ-পরিদর্শক) মো. শামসুউদ্দিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।