ভর্তির_সমস্যা
অগ্নি_কন্ঠ ,
জিপিএ ফাইভ পেল এবার
এক লক্ষ পাঁচ হাজারের বেশি,
ভর্তি নিয়ে সবার মাঝে
ভীষণ রেষারেষি ।
পড়ার মতো ভালো কলেজ
গ্রামের কোথায় পাই ?
তিন-চার পেল যারা
তাদের আসন নাই।
ঝড়ে পড়ার মতো কারও
আসন টলোমলো,
এতো ভালো রেজাল্ট করে
লাভ কি হলো বল ?
কার দোষ দেবো ভাই
কে’বা নেবে ঘাড়ে ?
উচ্চ শিক্ষার সুযোগ যদি
আস্তে আস্তে বাড়ে-
ভর্তি নিয়ে সমস্যাটা
কমবে কিছু তবে ।
আমরা দেশের ছেলে-মেয়েরা
থাকবো দুধে ভাতে।