March 27, 2023, 7:04 am

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক;

আজ বুধবার ২৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলানায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের নিয়ে বিদেশ নিরাপদ অভিবাসন এবং পুনরেকত্রীকরণ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাহ্মণবাড়িয়া জেলার ২২ জন প্রিন্ট ও মিডিয়া কর্মী, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীসহ ১০০ জন উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অনুষ্ঠানে মূল আলোচনা করেন। তিনি তার উপস্থাপনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, জেলা ককর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং শ্রম কল্যাণ উইংয়ের কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। এছাড়া তিনি বিস্তারিত তথ্যের জন্য www.probashi.gov.bd, www.bmet.gov.bd, www.wewb.gov.bd, www.bmet.comilla.gov.bd ভিজিটের আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে চলমান সকল প্রশিক্ষণের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।

দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ভোগান্তি, প্রতারণা রোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

সাংবাদিকদের মধ্যে বিটিভি’র প্রতিনিধি মোঃ আরজু, স্বদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এবং মাইটিভি প্রতিনিধি বক্তব্য রাখেন এবং অভিব্যক্তি প্রকাশ করেন। তারা সাংবাদিকদের নিয়ে এত সুন্দর একটি সভা আয়োজন করার জন্য কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আইসিএমপিডি এবং টিটিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১