বৃষ্টি প্রিয়ার চোখে জল
আনোয়ার-ই-তাসলিমা প্রথা
আজ সারাদিন ভরে বৃষ্টি পড়ছে
স্বপ্ন জমছে চোখের কোণে
প্রিয় মানুষের সংস্পর্শ পেতে চায়
আহলাদের এক শব্দ বিহঙ্গনে।
চলনা প্রিয় হারিয়ে যাই আজ
বৃষ্টির এই শুভক্ষনে
আপন মনে হচ্ছে ফুটেছে কদম
পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই।
মন চায় প্রিয় জনের কাছে ছুটে যাই
তবুও কেন এতো বাঁধা শুধুই ভাবি
রাত্রি নিশীথে দুজনের হাতে হাত রেখে
চলে যাই ঐ দূর অজানাতে।
বৃষ্টি তুমি প্রিয় এর মন করো প্লাবিত
পবিত্রতার ছায়ায় করো তুমি শান্ত
হারিয়ে যেতে চাই তোমার শ্রোতধারায়
মনের চাওয়া সে ঠিকানায়।
অভিমান শব্দ বিলীন হয়ে
কাছে পাওয়ার তৃষ্ণার গহীন
বৃষ্টি শুধুই কাছে টানে
আষাঢ় মাস কে স্বাগত জানাই।।