মাহফুজ বাবু ;
খালেদা জিয়ার মুক্তি, গণতান্ত্র পুনরুদ্ধার, শেখ হাসিনার পদত্যাগ দাবীসহ নীত্যপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটায় বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবী আদায় সহ বিভিন্ন দাবী আদায়ে, পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মোকাম বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শেষে শতশত নেতাকর্মী নিয়ে নিমসার পূর্ব বাজার থেকে মাধবপুর ইউটার্ণ পর্যন্ত মহাসড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিল শেষে কাঠ বাজার এলাকায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা (দঃ) বিএনপি নেতা এডভোকেট শরীফুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল ওয়াহেদ সূয়া মিয়া মেম্বার, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টার, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাদা সোহেল মোহন, যুবদল নেতা এমরান হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল খালেক মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ টিপু সুলতান রফিকুল ইসলাম, এডভোকেট জয়নাল আবেদীন, কবির হোসেন লিটন, আব্দুল মান্নান, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল আলীম, খোকন, হারুনূর রশিদ শাহীন কাদের, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইউনুস আহম্মেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, নিমসার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাধারণ সম্পাদক জামির হোসেন, সভাপতি আবু নাঈম প্রমুখ।
আরো পড়ুন: