খেলাধূলা ডেস্কঃ
যদিও কুমিল্লা ভিক্টোরিয়াস টিমের মালিক নাফিসা কামালের বিশ্বাস ছিল তার দল এবারও শিরোপা জয়লাভ করবে। বৃহস্পতিবার শিরোপা জয়ের পর মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন নাফিসা। সেখানে তিনি বলেন, ‘আশা নয়, আসলে বিশ্বাস ছিল চ্যাম্পিয়ন হবো। কীভাবে চ্যাম্পিয়ন হতে হবে এটার পরিকল্পনা নিয়ে নতুন করে চিন্তা করেছিলাম। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো অপশনও ছিল না। কামব্যাকটা একটু কঠিন হয়ে যাচ্ছিল, কামব্যাক করার জন্য চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দিই। পরিকল্পনা কীভাবে বদলাতে হবে, কীভাবে করলে লক্ষ্যে পৌঁছাতে পারবো আলোচনা করি।
আরো পড়ুন: