March 20, 2023, 1:15 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

পার্টি অফিসে ঢুকে হামলা, মারে মাথা ফাটল বিজেপি নেতার

জনা চারেক যুবক মুখে গামছা বেঁধে ঢুকে পড়ে পার্টি অফিসের ভিতর। ঢুকেই দরজা বন্ধ করে দেয়।

নিজস্ব প্রতিবেদন : পার্টি অফিসে ঢুকে মারধর বিজেপি নেতাকে। মারের চোটে মাথা ফাটল ওই নেতার। ঘটনাটি ঘটেছে দমদমের গোরাবাজারে। এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

জানা গিয়েছে, আহত বিজেপি নেতার নাম চণ্ডীচরণ রায়। উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির সাধারণ সম্পাদক তিনি। এদিন দুপুরে গোরাবাজারে বিজেপি পার্টি অফিসে বসে ভোটার তালিকা নিয়ে কাজ করছিলেন চণ্ডীচরণ রায়। অভিযোগ, সেইসময়ই জনা চারেক যুবক মুখে গামছা বেঁধে ঢুকে পড়ে পার্টি অফিসের ভিতর। ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তারপরই শুরু হয় তাণ্ডব। চণ্ডীচরণ রায়ের উপর চড়াও হয় যুবকের দল।

লোহার রড, চেলা কাঠ দিয়ে চণ্ডীচরণ রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মাথা ফেটে যায় চণ্ডীচরণ রায়ের। ভাঙচুর করা হয় পার্টি অফিসের চেয়ার টেবিল। রক্তারক্তি কাণ্ড বাঁধে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় চণ্ডীচরণ রায়কে। পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। খবর পেয়েই পার্টি অফিসে আসে দমদম থানার পুলিস। এরপরই এই ঘটনায় দমদম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

হামলার ঘটনায় দমদম পৌরসভার উপপুরপ্রধান বরুণ নট্য দাবি করেছেন, তৃণমূলের কোনও কর্মী এই কাজ করেননি। এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কে নেতা হবে তাই নিয়েই গন্ডগোল। পুলিশ তদন্ত করুক।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১