বিবিসি বার্তা২৪ এর নির্বাহী সম্পাদক মোঃইকবাল হোসাইনের মামাত ভাই মহসিন মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত।
বিবিসি বার্তা২৪ ডেক্সঃ
লালমাই উপজেলার আলীশহরে অদ্য দুপুর ২.৩০ মিনিটের সময় বিবিসি বার্তা২৪ এর নির্বাহী সম্পাদক মোঃ ইকবাল হোসাইনের মামাত ভাই, শামীম ইকবাল মহসিন(১৯) এক মোটর সাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেন(ইনালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)
মরহুমের শোকাহত পরিবারের প্রতি রইল বিবিসি বার্তা২৪ এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা। আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদাউস দানকরুক। আমিন
উল্লেখ্য মরহুমের বাড়ি,লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচৌঁ গ্রামে।মরহুমের জানাজা
আজ রাত ১০ ঘটিকার সময় শানিচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।