প্রিয় বন্ধু
ফয়সাল খান আজ ১৬ ই জুলাই। তোমার জন্মদিন। দোয়া ও ভালোবাসা রইলো তোমার জন্য। আগ্রামীর পথ চলা সহজ ও মঙ্গলজনক হোক।
“জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে–
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন”
প্রঙ্গক্রমে, ফয়সাল খান
গ্রাম: পশ্চিম সকদি, পো: সাহেব বাজার, থানা: চাঁদপুর, জেলা: চাঁদপুরে একজন কৃতি সন্তান।
সে অনেক অসুস্থ। তার জন্য দোয়া করবেন।
সে জীবনের অনেক কষ্টও ত্যাগ স্বীকার করে। জীবনে চরম মূহুর্তেগুলো অতিবাহিত করে আজ সে একজন সফল ব্যবসায়িক। তার এই সফলতা জন্য আমাদের বিবিসিবার্তা২৪.কমের পক্ষ হতে তার জন্মদিনে যাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তরে,
রিয়াজ শাওন,
চাঁদপুর প্রতিনিধি,বিবিসিবার্তা২৪.কম