বিনোদন জগতের আরেক নাম চাঁদপুর।
মোঃ রায়হান (চাঁদপুর জেলা প্রতিনিধি)
নদীবন্দর ও পদ্মার রুপালী ইলিশের জন্য বিখ্যাত চট্টগ্রাম বিভাগীয় চাদঁপুর শহর! সুইসগেইটকে বলা হয় মিনিকক্সবাজার।
তাই এখানে ছুটির দিনে ঘুরতে আসে পার্শ্ববর্তী জেলাগুলুর বিপুল সংখ্যাক পর্যটক।
এদের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তা ও শিক্ষার্থীগণ। ছুটিরদিন ছাড়াও চাঁদপুর বড়ষ্টেশন ঝমে ভালো। বিশেষ কিছু দিন সহ ছুটির দিনগুলুতে বিভিন্ন রাইড ( চরকি, নৌকা দোলন, নাগরদোলা) সহ পর্যটকদের আকৃষ্ট ও আনন্দ দিতে বিভিন্ন প্রকার মুখরোচম খাবার, কসমেটিক, বাচ্চাদের খেলনার সমারহ ঘটে।
পর্যটকদের সুবিধার্থে জেলা সিটি মেয়ক কতৃক পর্যটনকেন্দ্রের আসপাশ সর্বদা পরিচন্ন রাখা হয়। বিশৃঙ্খলা এরাতে ও অপরাধ নিয়ন্ত্রনের জন্য বিশেষ দিন গুলোতে মোতায় করা হয় বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী।
নিত্যাদিন এ পর্যটনকেন্দ্রে পর্যটকদের সমারহ ঘটায় সিটি মেয়ক কতৃক এর সাময়ি উন্নতি সাধন ও নতুন নতুন ভাস্কার্য আসপাশ পরিমার্জিত করা হচ্ছে। যেহেতু চাঁদপুরে রয়েছে অসংখ্য প্রতিভাবান ব্যাক্তিত্ব তাদের ভাস্কার্য আর অনুলিপিতে পূর্ণতা লাভ করুক এ দর্শনস্থল এটা মনে করেন কিছু পেশাজিবি মানুষ।