কুমিল্লার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আকবর ফারুকীর বিরুদ্ধে গাইড বই বানিজ্যের অভিযোগ উঠেছে। তিনি বরুড়া ৩০ টি মাদ্রাসা নিয়ে চারটি কোম্পানি থেকে ছয় লক্ষ টাকার বানিজ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনি নিজেও আল আরাফা কোম্পানীর ২০১৯ শিক্ষা বর্ষের দাখিল সপ্তম শ্রেণির ‘তাফহীযু কাওয়াইদিল লুগাতিল আরাবিযায়্যাহ’ নামে একটি গাইড বই রচনা করেন। যা কিনতে শিক্ষার্থীদের কিনতে বাদ্য করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে চোখ রাখুন আলোকিত ঢাকায়