বরুড়া খোশবাস স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া খোশবাস স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ক’দিন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে পরিক্ষা নেয়া হয়। এতে ঐ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বোন জামাই ময়নালকে নিয়োগ দিতে নিয়ম বহির্ভূত ভাবে ইন্টারভিউ বোর্ড গঠন করা হয় বলে অভিযোগ উঠে।
নিয়োগ বোর্ডে পাঁচ জন লোক থাকার কথা থাকলেও সেখানে করা হয় ৬ জন। প্রশ্ন পত্র তৈরীর জন্য একজন এক্সপার্ট থাকার কথা থাকলেও সেখানে করা হল ২ জন। এতে ওই নিয়োগ বোর্ডের সদস্য জাকির হোসেন প্রতিবাদ করেন।
শুক্রবার এই নিয়োগ পরিক্ষা বাতিলে প্রতিবাদে স্থানীয় জনতা স্কুল প্রাঙ্গনের মানব বন্ধন ও শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেন। এবিষয়ে জানতে চাইলে খোশবাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বরুড়া উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিবোনা। আমার সভাপতির সাথে কথা বলুন।
সভাপতি শাহাজাহান মিয়া সকল অভিযোগ মিথ্যা বলে উড়িয় দিয়ে বলেন, কারো ব্যাক্তি সার্থে বাদা দিলেই নিয়োগ প্রকৃয়া অনৈতিক হয় না। তিনি নিয়োগ কমিটির অন্য সদস্যদের সাথে কথা বলে প্রতিবেদন করতে অনুরোধ করেন। নিয়োগ কমিটির আরেক সদস্য ও বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম নিয়োগ বোর্ডের অতিরিক্ত সদস্য থাকার কথা স্বীকার করে বলেন, এটা সভাপতি জানে, কেন তিনি বাড়তি লোক রেখেছেন।
আরো পড়ুন: