বরুড়া আ.লীগের ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবীতে ঢাকায় মানববন্ধন
কামরুজ্জামান জনিঃ কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের (একাংশের) ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করা হয়।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের বরুড়া (১০নম্বর) ওয়ার্ল্ড সদস্য মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, আ. লীগ নেতা হেলাল মেম্বার, কামাল মেম্বার, ছাত্রলীগ নেতা কবির, শামিম, জাহিদ প্রমুখ। এ-সময় তাদের মানববন্ধনে ব্যবহারিত ব্যানারে কুমিল্লা -৮ বরুড়ার এমপি নাছিমুল আলম চৌধুরী বিরুদ্ধে হাইব্রিড ও রাজাকার পুষ্ট আওয়ামী লীগ বলে অবিহিত করেন।
এ বিষয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের বরুড়া (১০নম্বর) ওয়ার্ল্ড সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন, গত ৩১ জুলাই আমার বিজয় মিছিলে এমপি নজরুলের লোকজন হামলা চালিয়ে উল্টো আমাদের ৬২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ মানববন্ধন করি।