মাওঃ আমিনুল ইসলাম ভুঁইয়া, বরুড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮৮-টি পূজামন্ডপে সকল সনাতন ধর্মাবলম্বীদের কে এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন (শামীম)’র পক্ষ থেকে সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩০শে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রনালয়ের যুগ্মসচিব ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বাবু মনিন্দ্র কিশোর মজুমদার। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক আবদুস সামাদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুজ্জামান, বরুড়া নৃসিংহদেব ও জগন্নাথদেব বাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, বরুড়া নৃসিংহদেব ও জগন্নাথদেব বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু সুদর্শন ভদ্র, বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার তপন বণিক
। এস কিউ গ্ৰুপের অফিসার মুকুল আহমেদ, আক্তার হোসেন পাটোয়ারী, এস কিউ ফাউন্ডেশন বরুড়া পৌরসভার সমন্বয় মাওঃ আমিনুল ইসলাম ভুঁইয়া, সদস্য আমিনুল ইসলাম দেওয়া, ঝলম ইউনিয়নের সমন্বয়ক এমদাদুল হক রিয়াজ সহ বিভিন্ন ইউনিয়নে এস কিউ ফাউন্ডেশন সদস্য বৃন্দ
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু তাপস লাল দত্ত।
এদিন বরুড়ার ৮৮টি পূজা মন্ডপে নগদ সাত -হাজার, পাঁচশত টাকা করে প্রদান করেন।
বক্তারা বলেন পূজার শরুর আগের দিন এইভাবে এক সাথে সকল পূজামন্ডপে নগদ অর্থ প্রদান নজিরবিহীন, এস.কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম সাহেবের ভূয়সী প্রশংসা করেন।