চুরি করতে নিষেধ করায় ২ প্রবাসীকে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের অলিতলা মধ্যমপাড়া গ্রামের চিহ্নিত বখাটে ও সন্ত্রাসী শাহপরান, হালিম, রায়হান সালামত জব্বার সহ আরো কয়েকজন এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর রক্তাক্ত আহত সদ্য ছুটিতে দেশে আসা একই এলাকার জাহাঙ্গীর মিয়ার সন্তান ও ওমান প্রবাসী দুই ভাই হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার রাতে আসামীদের বাড়ির সামনেই পূর্ব প্রস্তুতি নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা। এবিষয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা রেকর্ড না করে অভিযোগ হিসেবে নেয় বরুড়া থানা পুলিশ। সন্ত্রাসী হামলার শিকার ভুক্তভোগী দুই প্রবাসী ভাই বর্তমানে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আরো পড়ুন: