স্বপ্ন দাশ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন, জীববৈচিত্র ও প্রকৃতিকে বাঁচাতে এবং দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্দার এবং বন্যপ্রানীর অভযারণ্য রক্ষার স্বার্থে বনের ভেতরে নতুন করে স্থাপিত বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবীতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প সংলগ্ন শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে শুক্রবার ( ১ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় জীববৈচিত্র্য রক্ষা কমিটি, কমলগঞ্জ এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্নার সভাপতিত্বে ও মোঃ আহাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন এড. সানোয়ার হোসেন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহিন মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাপা মৌলভীবাজার জেলার আহবায়ক সালেহ সোহেল, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আঃ হামিদ, এশিয়ান টিভির শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন, সাংবাদিক আব্দুস শুকুর, সাংবাদিক সাজু মারচিয়াং, সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র ও বন্যপ্রানী সংরক্ষন বিভাগ সিলেট।