বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর,ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ
রবিউল হোসাইন সবুজঃরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর ও অবমাননার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে রংপুর মহানগরের তাজহাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও বেরোবি ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইন, ছাত্রলীগ নেতা সুব্রত ঘোষ ও ফিরোজ মিয়া।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে ছাত্রলীগের অপর একটি অংশ ক্যাম্পাসে মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো পড়ুন: