বগুড়া সদর শূণ্য আসনে ঈদের পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে
গোলাম রব্বানী শিপন:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া-৬ সদর আসনে ঈদুল ফিতরের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় এ আসনটি সংবিধানিক ভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। কমিশন সিদ্ধান্ত দিলে শিগশিগরই এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
হেলালুদ্দীন বলেন, ‘ঈদের পরপরই এ আসনে ভোট হবে। আমরা জুনের মধ্যেই নির্বাচন করে ফেলতে চাইছি। কেন না, জুলাইতে বৃষ্টি বেড়ে যাবে। বর্ষার বিষয়ও রয়েছে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নির্বাচিত হন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। এজন্য আমরা আগামী সাত দিনের মধ্যে দলটিকে নাম জানাতে বলব।’
তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা সব কাগজ ঠিক আছে জানালে, আমরা গেজেট প্রকাশ করব