বগুড়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহানেওয়াজ শাওনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বগুড়ায় এক মানবন্ধন করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া আমার সহকর্মী সাংবাদিকদের উপর ন্যক্কারজনক এই হামলা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করেছে। সাংবাদিকের উপর হামলা ও জড়িতদের আটক না করা এই ধরণের হামলা জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ শুরু হয়েছে।
যথাযথ তদন্তের মাধ্যমে এই হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে। আগামী দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িতদের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সেই সাথে আমার সহকর্মী সাংবাদিক ভাইদের জানাতে চাই!! সারাদেশের সাংবাদিক সমাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিবেদিত। অতএব, এই সময়ে আর কোন সাংবাদিক যেন নির্যাতিত-নিষ্পেষিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তা না হলে লোভি-স্বার্থন্বেষি মহল দেশের সকল গণমাধ্যমের সুফল ধ্বংস করে দিতে পারে।
সাংবাদিক গোলাম রব্বানী শিপন, যুগ্ন সম্পাদক মহাস্থান প্রেসক্লাব।