গোলাম রব্বানী শিপন:
বগুড়ায় নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির দু’গ্রুপের কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার সংলগ্ন সেতুর ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আফসার ও লিটন। তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা না গেলেও তারা সর্বহারা দলের সদস্য বলে প্রাথমিক আলামতে ধারণা করছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সনাতন চক্রবর্তী। তিনি জানান, ভবানীপুর বাজার সংলগ্ন সেতুর ওপর সর্বহারা দলের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে-এমন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে পুলিশ সদস্যরা সেখানে পৌছেঁ। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হাতে লেখা ৩টি পোস্টার জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল পাবনায় বিভিন্ন চরমপন্থী দলের সমস্যদের আত্মসমর্পণের আগের রাতে শেরপুরের এই এলাকাতেই পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যদের গুলিতে আহত হয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা।