বগুড়ার নওদাপাড়া বাস-ট্রাক ত্রীমুখী সংঘর্ষে আহত ৬
গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
, বগুড়ার নওদাপাড়া বাস-ট্রাক ত্রীমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৬।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টায় নওদাপাড়া সিএনজি পাম্পের পাশে মহাসড়কে ঢাকা গামী একটি পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট১১-২৮০৩) এবং রংপুর গামী একটি পণ্যবাহী ট্রাক (রংপুর-ট ১১-০৪৫২) এর সাথে রংপুর গামী সালমা ইন্টার প্রাইজ (ঢাকা-মেট্রো-ব ১৫-০৭৪৯) নামের একটি যাত্রীবাহী বাসের ত্রীমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে উভয় যানের ৬জন আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করে দেয়। এঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বগুড়া সদর থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ এসে দূর্ঘটনা কবলিত যান গুলো সরে নিলে মহাসড়কে সকল যান চলাচল স্বাভাবিক হয়।