ফ্রেন্ডস ব্লাড ব্যাংক
শাহাদাত হোসেন (রিপন)
তুচ্ছ নয় রক্ত দান,বাঁচাতে পারে একটি প্রান
ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের রক্ত যোদ্ধারা তাইতো প্রতিনিয়ত করছে রক্ত দান।
রক্তদানে যদি বেঁচে যায় একটি প্রান
তবে রক্ত দিতে, আপনি ভয় কেনো পান।
রক্তের অভাবে কতই না মানুষ পড়ে থাকে মৃত্যুর মুখে
একটি ব্যাগ রক্ত হলে, কারো কারো স্বজন বাঁচে।রক্তের ঋন হবেনা ক্ষরন
রক্ত সম্পর্কের মধ্যে দিয়ে সবাই একদিন হবো সবার আপন।
রক্তদান বা যেভাবে এ হোক,ইনসান যদি বাঁচায় ইনসানের প্রান,কুরআনে আছে,সে যেনো বাঁচিয়েছে সমগ্র মানব জাতির প্রান(সুরা আল মায়িদা-৩২)তার প্রমান,,
তাইতো রাসেল,,মাসুদ,,আর সর্বচ্ছো রক্তদাতা মিনহাজের হাত ধরে এগিয়ে যাবে আমাদের ফ্রেন্ডস ব্লাড ব্যাংক।
শুধু রক্তদান আমাদের শপথ নয়
সুবিধা বঞ্চিতদের নিয়ে ময়
কত স্বপ্ন আর পরিকল্পনা, যদি এগিয়ে আসি আমি, আপনি,আমরা।
ও আমার ফ্রেন্ডস ব্লাড ব্যাংক ও সমস্ত রক্ত যোদ্ধা ভাই বোনেরা,,
তোমরাই আমাদের নিয়ে যাবে দুর্বার ও বন্ধুত্বময় দুনিয়া
তোমাদের জন্য হাজারো শুভ কামনা
————————————-