মোঃ ইকবাল হোসাইন
২১ এপ্রিল ২০১৯ প্যারিসের গার্দু নর্দের ঐতিহ্যবাহী শাহ রেস্টুরেন্টে ফ্রান্সস্থ লালমাই উপজেলা এসোসিয়েশনের কর্তৃক আয়োজিত প্রথম অধিবেশন সকলের সার্বিক সহযোগিতায় সফল ও সুন্দর সার্থকভাবে অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। লালমাই উপজেলার নয়টি ইউনিয়নের ফ্রান্সে বসবাসরত সকল প্রবাসীদের উপস্থিতিতে জমকালো এক মিলনমেলার বর্ণিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মিলনমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক জনাব অধ্যাপক অপু আলম ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলা ব্যবসায়ী ফোরাম এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব ছাত্তার আলী সুমন (শাহ আলম) ভাই। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রমুখ। আগামি দিনে প্রোগ্রাম গুলোকে আরো সুন্দর সফল করার জন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আরো পড়ুন: